Labels

Sunday, May 25, 2014

"অপূর্ব ভালবাসা"

লিখেছেনঃ আরভান শান আরাফ

কলেজের সবচেয়ে স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে শান । সুঠাম ,জিম করা শরীর ।মুখে খোচা খোচা দাড়ি ।এলোমেলো চুল ।মুখে সব সময় অদ্ভূত একটা হাসি যেনো লেগেই থাকে । ফর্সা চেহারাতে কালো দাড়ি ।

আর হালকা লাল ঠোটের মুচকি হাসিটা যে কোন মেয়ের রাত্রের ঘুম কেড়ে নিবে ।শান বাবা মার একমাত্র ছেলে । না চাইতেই সব কিছু পেয়ে যায় । বাবা ব্রাহ্মণবাড়িয়া শহরের ধনাট্য ব্যক্তিদের একজন ।


মেয়েদের লাইন লেগে থাকে তার সাথে প্রেম করার জন্যে । সারাদিন কানে একটা হ্যাটফোন লাগিয়ে গান শুনে । বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে আর পড়াশোনাতেই তার দিন কেটে যেতো । রসায়নে অনার্স করছে ।

একে তো পড়াশোনাতে ভালো তার উপরে ধনী আর স্মার্ট ।তাই হাবভাব ই আলাদা । শানের অনেক বন্ধু । তবে তাদের মধ্য থেকে অয়ন একটু আলাদা । সবাই শানকে তুই সম্মোধন করলে ও অয়ন তুমি বলেই ডাকে ।

সেই , ক্লাস নাইন থেকে এক সাথে পড়ছে তারা । শান প্রেম করে আর সেই প্রেম কাহিনী অয়নকেই শুনতে হয় । প্রেমিকার সাথে দেখা করতে যাবে সেই ব্যবস্থা অয়নকেই করতে হয় । কোন ড্রেসটা পড়বে ?

কোন গ্লাস চোখে দিব ইত্যাদি ইত্যাদি । অয়ন আর শানদের বাসার দূরত্বট কমই তাই যখন তখন তার ফোনে ছুটে যেতে হয় । অয়ন সমকামী । জীবনে সেক্স করো সাথে হয়নি । অনেক মেয়ের প্রেমের অফার উড়িয়ে দিয়েছে ।

সামাজিকতার দায়ে কোন ছেলের সাথে ও প্রেম হয়নি । তারপরে ও সে সমকামী । সে সমকাম ফিল করে শানের প্রতি । অয়ন জানে না কেনো সে শানকে এতো ভালবাসে । তার প্রতি কেনো এতো টান ।

যখন রাত্র নামে তখন অয়ন শানের কথা ভেবে ভেবে ঘুমায় আর জেগে ওঠে অয়নকে মেসেজ করে সুপ্রভাত জানিয়ে ।হয়তো , অয়নের মেসেজের রিপ্লে কোন দিন ও শান দেই না তবো সে করে । কারন ,এটাই ভালবাসা ।

ভালবাসা কিছু চাওয়া বা পাওয়ার নাম না । ভালবাসা দেওয়ার নাম । যৌনতার নাম ভালবাসা না ভালবাসা যৌনতা রক্ষার নাম । সেদিন ,শান কলেজে গেলো । রোজকার মতো ও আজু সে অয়নকে কল করেছিল ।

কী পড়ে যাবে তা জানতে। কিন্তু , অয়নের ফোন সুইচ অফ ছিল । শান তাই আগের পরনের কাপড় পড়েই কলেজে গেল । দৌরে দু তলার ক্লাসে ঢুকল । রোমানকে ডেকে জিজ্ঞেস করল , কীরে অয়ন কোথায় ?

রোমান বলল সে জানে না । শান আর দেরি না করে নিচে নেমে আসল । শহীদ মিনারের কাছে পলাশ গাছটার কাছে শানের প্রেমিকা সুইটি দাঁড়ানো ছিল ।সে শানকে ডাক দিয়ে কাছে নিয়ে বলল , তোমাকে খুব ব্যস্ত দেখাচ্ছে যে ?

শান বিস্তারিত খুলে বলল যে অয়নের ফোন অফ আর সে কলেজেও আসেনি । তাছাড়া সকালে মেসেজো করেনি । সে তো কলেজে না এসে পারে না । সুইটি একটা অট্টহাসি দিয়ে বলল , তুমি কী গে নাকি যে ,একটা ছেলে কলেজে না আসাতে এতোটা উতালা ?

শানের কথাটা ভাল লাগেনি । কী মনে করে যে দ্রুত হেটে গেইটের দিকে চলে যেতে লাগল ।সুইটি ডেকে জিজ্ঞেস করলো ক্লাস করবে কী না ? শান কোন উত্তর দিল না । শান তাদের এতো দিনের সম্পর্কের মধ্যে একদিনেও অয়নের বাসায় যায়নি । অবশ্য অয়ন তাকে কোন দিন যেতেও বলেনি ।

আজকে শান মনস্থির করলো সে যাবেই । যে ভাবা সেই কাজ । শান ছুটল অয়নের বাসার দিকে । অয়নের আম্মু শানকে বলল যে অয়ন রুমেই আছে । আজকে এখনো ওঠেনি ।

যেহেতু তার রুমে যাওয়া নিষেধ তাই কেউ যায়নি । শান দ্রুত হেঁটে অয়নের রুমে ঢুকল । দরজা খুলতেই চোখে পড়লো ,দেয়াল জোরে টাঙানো শানের একটা বিশাল ছবি । পুরুটা খাটের দৈর্ঘ্য সমান লম্বা ।

শান তো অবাক ,এতো বড় ছবি তার ?রুমে ঢুকে দেখে অয়ন শুয়ে আছে । ছোয়ে ডাক দিতে গিয়ে দেখে খুব জ্বর । শান ভাবল তার জাগা পর্যন্ত অপেক্ষা করি । তাই সে টেবিলের উপরে রাখা তার ডায়রিটা খুলল , খুলতেই চোখে পড়ল , কয়েকটা চুল ।

চুল গুলো শানের এটা সে দেখেই বুঝতে পেরেছিল । একদিন , মাঠে অয়নের উরুতে মাথা রেখে শুয়েছিল আর সেই চুল সে মোঠ করে ধরে রেখেছিল । এরূপ অনেক কিছুই যেমন ,রক্তে ভেজা একটুকরা কাপড় , টিশার্টের সূতা , নখ আর শিলাকে লেখা শানের জীবনের প্রথম প্রেম পত্র ।

এই সব কিছুই অয়ন রেখে দিয়েছে । শান ডায়রির অনেক গুলো পাতা উল্ঠালো । দেখল সব পাতাতেই বড়ো করে তার নামটা লিখা । শানের মাথা কাজ করছিল না ।

অয়ন থাকে কেমন ভালবাসে শুধুই কী বন্ধুত্বের ভালবাসা ? কৌতুহল বশত কারনে অয়নের ল্যাপটপটা অন করলো শান । ডেকসটপে ভেসে ওঠল শানের ছবি । প্রতিটা ফুলডারের নাম শান ।

একটা ফুলডার পোরোটা জোরে শানের নিজের ছবি । এই ভাবে অনেক কিছুই দেখল । শানের বুঝতে বাকি রইল না যে , তার বন্ধু অয়ন একজন সমপ্রেমী আর এটাও বুঝতে পারলো যে ঠিক কতটা ভাল অয়ন শানকে বাসে ।

ঠিক কতটা ভালবাসা অয়নকে সমকামী বানাল ।শান কিছু না বলে চলে গেলো । শান যখন চলে গেলো তার প্রায় কিছুক্ষণ পরেই অয়নের ঘুম ভাঙল । জ্বরটাও কমে গিয়েছিল । সে তার রুমে একটা বডিস্প্রের ঘ্রাণ পাচ্ছিল ।

তার মনে হল রুমে শান এসেছিল । কারন এই স্প্রেটা একমাত্র শানই ব্যবহার করে । অয়ন আম্মুকে ডাকল ,আম্মু বলল যে শান এসেছিল । তারপর রুমের খোলা ডায়রি ,চালু ল্যাপটপ দেখে বুঝতে আর বাকি রইল না যে , তার শান সব জেনে গেছে যে সে গে ।

যে নাকি সবার চোখে আজ থেকে ঘৃনিত । সারাদিন অয়ন কিছু খায়নি । শুয়ে শুয়ে শুধু ভাবছে যে , একটা ভুলে তার বন্ধুটাকে হারাতে হলো । হঠাৎ , মোবাইলে রিং বেজে ওঠলো । অয়ন চোখের পানি মুছে ফোনটা কানে ধরে , বললু হল্যো ।

ঐ পাশ থেকে শান বলে ওঠল , বাহিরে আসু । দাঁড়িয়ে আছি । ফোনটা কেটে দিল । অয়ন দৌড়ে নিচে নেমে গেল ।যেয়ে দেখে কেউ নেই । চাঁদের আলোতে একটা কুকুর বসে ঘেউ ঘেউ করছে । সে একটু , এগিয়ে গেল ।

পিছনে ঘুরে আরেকটু আগাল । হঠাৎ , একটা বাক্য শুনা গেল ,i love you . do you love me ? অয়ন চমকে পিছনে ঘুরে তাকাল । দেখে ,শান দাড়িয়ে , হাতে একতোড়া গোলাপ । চাঁদের আলো ঠিকরে পড়ছে তার চেহারাতে ।

অয়নের মনে হল স্বর্গ হতে ফেরেশতা নেমে এসেছে তার কাছে । আনন্দে চোখ বেয়ে পানি ঝরতে লাগল । ঝাপিয়ে পড়লো শানের বুকে । শান আলতো করে কপালে একটা আর ঠোট একটা কিস করে বলল , পাগল একটা ।

এতো ভালবাসো কেনো?অয়ন কিছু না বলে শানের চোখ দুটিতে চুমু দিয়ে ঠোটে ঠোট ডোবাল । চাঁদের আলোতে রচিত হল অপূর্ব এক ভালবাসা । যেখানে ধর্ম , সামাজিকতা সব ব্যর্থ । এটাই ভালবাসা ।যে দেখে প্রকৃতি নিরব ।

No comments:

Post a Comment