Labels

Monday, May 26, 2014

"প্রেম প্রাপ্তি"

লিখেছেনঃ আরভান শান আরাফ

সেদিন নিরব এক অট্টহাসি হেসেছিল ।সেই সত্যি অন্য রকম হাসি ছিল ।অনন্ত রিতিমত ভয় পেয়েগিয়েছিল তার অদ্ভুত রকম কান্ডজ্ঞানহীন অট্রহাসি দেখে ।আর ভয় তো পাবার ই কথা ,যখন তখন কারনে অকারনে যখন কেউ এমন হাস্য করবে তখন ভয় তো পাবেই।অনন্ত ছেলেটা খুব বোকা না হলে ও খুবি সহজ সরল ।আবার কেউ যেন সহজ সরল বলতে হ্যাংলা পাতলা রোগা সোগা বোকা প্রকৃতির কাউকে না বুঝে ।তাহলে আমি বলবো সে ভুল করবে ।

"অনুক্ত প্রেম"

লিখেছেনঃ আরভান শান আরাফ

ইমরানকে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি । কত যে মারপিট আর ঝগড়া করেছি তার অন্ত নেইআজ আমি বিবিএ পড়ছি । ইমরানো ও । দেখতে দেখতে জীবনের পথে চলতে চলতে কখন যে আমরা এইখানে এসে পৌছলাম তার সন্ধান আজো আমি পাইনি । 

যখন আমি বড় হতে লাগলাম তখন থেকেই খেয়াল করতাম ইমরানের প্রতি আমার ভালবাসা আর আকর্ষণ খুব বেশি । ওর পশমী বুক আর মায়াময় চোখ দুটি আমাকে খুব টানতো । একদিন প্রকৃত অর্থেই বয়স বাড়ল আর বুঝতে বাকি রইল না যে ,আমি সমকামী । 

Sunday, May 25, 2014

"অপূর্ব ভালবাসা"

লিখেছেনঃ আরভান শান আরাফ

কলেজের সবচেয়ে স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে শান । সুঠাম ,জিম করা শরীর ।মুখে খোচা খোচা দাড়ি ।এলোমেলো চুল ।মুখে সব সময় অদ্ভূত একটা হাসি যেনো লেগেই থাকে । ফর্সা চেহারাতে কালো দাড়ি ।

আর হালকা লাল ঠোটের মুচকি হাসিটা যে কোন মেয়ের রাত্রের ঘুম কেড়ে নিবে ।শান বাবা মার একমাত্র ছেলে । না চাইতেই সব কিছু পেয়ে যায় । বাবা ব্রাহ্মণবাড়িয়া শহরের ধনাট্য ব্যক্তিদের একজন ।

"অসীম ভালবাসা"

লিখেছেনঃ আরভান শান আরাফ

আমি রোহান । পরিবারের কড়া শাসনে বেড়ে ওঠেছি । পরিবারের একমাত্র ছেলে ছিলাম তাই না চাইতেই অনেক কিছু পেয়েছি।ছিলাম ব্রাহ্মণবাড়ীয়া শহরের কোন একটা গ্রামে কিন্তু , বাবা যখন সরকারি চাকরি পেলো তখন , চলে আসতে হয়েছিল শহরে ।

ভাড়া বাড়িতে থাকাটা আব্বুর পছন্দ ছিল না তাই পিতৃক সম্পদী বিক্রি করে শহরের উপকন্ঠে বাড়ি তৈরী করলেন ।ফ্ল্যাট বাড়া দিয়ে আর আব্বুর চাকরির ফলে আমরা খুব সুখেই ছিলাম । কিন্তু , আমার শৈশবের তিতাস নদী , বন্ধু বান্ধব । 

Saturday, May 24, 2014

"ভালবাসার জয় "

লিখেছেনঃ আরভান শান আরাফ

শাফিন বর্তমানে একটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে রাসায়নে অনার্স করছে । দেখতে খুব সুন্দর তাই ভার্সিটির বন্ধুদের কাছে ও তার খুব দাম । একে তো দেখতে সুন্দর তার উপরে গানো ও করে খুব ভাল । শাফিনের অনেক গুলো বন্ধু আছে তাদের মধ্যে ,সীমা , সাথী , নোমান আর সাদ ।

Wednesday, May 21, 2014

"অবিভাজ্যিত ভালবাসা"

লিখেছেনঃ আরভান শান আরাফ

আজ হয়তো আমি ধরনীর সুখি মানুষ গুলোর মধ্যে এমন কেউ একজন যে অতি সহজেই সুখ পেয়েগেছে ।আসলে বলতে গেলে কি আমি সত্যিই সেই সুখ অতি সহজে পেয়ে গেছি ?জানি না ,কারন সেই সত্যি আমার জানা নেই ।সেই সত্যিটুকু আসলেই যে কি ?তা আমার মাত্র ই যে অজ্ঞাত কেবল তা নয় আমার জ্ঞানের ও অজ্ঞাত ।আমার জীবনে আজ আমি যা অর্জন করেছি তা শুধু যে নিন্দুকের নিন্দার ই পণ্য তা নয় বরং তা সমাজের ও গলগ্রহ । তবে আমি সুখি । যখন জন্ম নেই ,বাবা মা তখন নাম রাখেন অহিন ।অহিন মানে যার সীমা নেই ।

Monday, May 19, 2014

"ফেলে আসা ইতিকথা"

লিখেছেনঃ আরভান শান আরাফ

আমার জীবনটা আজ পাল্ঠে গেছে ।জীবনটা পাল্ঠে গেছে দিনের পর রাত আসার মত ।জীবনের এই ত্রিশ বছর পার করে আজ যখন এক ব্যস্ত জীবনের মুখমুখী হলাম তখন কত কথায় না মনে পড়ছে ।কত ব্যর্থতা আর ভালবাসার স্মৃতি গুলোই না মনের অন্তলোকে ভেসে ওঠছে ।সবাই বলে এইবার থাম না আবির ,কিন্তু থামা তো আর হয়ে ওঠে না ।যা হারিয়েছি তা ভুলার জন্যে অথবা যা ছেড়ে দিয়েছি তা ফিরে না পাওয়ার জন্যে এক প্রাণবদ্ধ শক্তি নিয়ে ছুটে চলছি ।

Sunday, May 18, 2014

"ভাগ্যের যাতাকল"

লিখেছেনঃ আরভান শান আরাফ

জীবনে সব কিছু তো আর নিজের মতো করে পাওয়া হয় না ।নিজের চাওয়া পাওয়া গুলোকে মাঝে মাঝে ত্যাগ করতে হয় কিছু মানুষের মন মানসিকতার জন্যে ।কিছু মানুষের নূন্যতম চাহীদা পূরণ করার জন্যে ।আমার ক্ষেত্রে ও সে রকমই হয়েছিল তাই আজ সব ভুলে যা ভুল তা না শোধরীয়ে যা ভুল ছিল না তার জন্যে কাঁদছি ।কাঁদছি বললে ভুল হবে কারন আজ আর কাঁদি না ।আজ আমি আমার মতো করে নিজের সর্বস্ব গুছিয়ে নিয়েছি । আমি ইমরান ।আমার জীবনে যা ছিল তার সব আজ গল্পাকারে লিখে দিব কারন আমার জীবনটা গল্পের মতোই হয়ে গেছে ।আজ যাকে নিয়ে আমার এই গল্প তার নাম অনিক ।